হিমবাহ প্রক্রিয়া(Glacier Processes)

Alborigato
হিমবাহ প্রক্রিয়া(Glacier Processes)
হিমবাহ প্রক্রিয়া(Glacier Processes) অন্যান্য প্রাকৃতিক শক্তিগুলির মতো হিমবাহ ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ করে। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সাধারণত ক্ষয় ও বহন কাজ করে কিন্তু, পার্বত্য পাদদেশে হিমবাহ মূলত সঞ্চয় কাজ করে। বিভিন্ন পর্যায়ে হিমবাহের সমগ্র কাজ গ্ল্যাসিয়েশন (glaciation) বলে। নীচে হিমবাহের ক্ষয়কার্য, বহনকার্য ও সঞ্চয়কার্য সম্পর্কে আলোচনা করা হল- ক্ষয়কার্য (Erosion) সাধারণভাবে মনে করা হয় যে হিমবাহ শিলাকে ক্ষয় করে। ক্ষয়কার্য সম্বন্ধে বিভিন্ন ভূ-বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। অনেকের মতে হিমবাহ গলে গিয়ে যে জলের সৃষ্টি হয়, তার ফলে হিমবাহ ক্ষয়কার্য করে। আবার একদল ভূ-বিজ্ঞানীদের মতে, যে অংশ হিমবাহ দ্বারা আবৃত নয়, সেই অংশে হিমবাহ কাজ করে। যাই হোক হিমবাহ কার্য কতকগুলি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলি হল- (a) হিমবাহের আকার ও আকৃতি, (b) হিমবাহের আয়তন ও বরফের গভীরতা, (c) ভূমিশিলার দারণ ও ফাটলের উপস্থিতি, (d) হিমবাহের গতিবেগ, (e) হিমবাহের গতিপথে শিলার প্রকৃতি, (f) হিমবাহের প্রবাহপথে ভূমির ঢাল, (৪) ভূমিভাগের স্থায়িত্ব প্রভৃতি। নদীর ক্ষয়কার্যের মতো হিমবাহের ক্ষয়কার্যের কতকগুলি প্রক্রিয়া রয়েছে। সেগুলি নী…

একটি মন্তব্য পোস্ট করুন