ভূমিরূপ প্রক্রিয়া(Geomorphic Processes)

Alborigato
ভূমিরূপ প্রক্রিয়া(Geomorphic Processes) সংজ্ঞা (Definition):  ভূমিরূপ বিবর্তন ভূমিরূপবিদ্যা আলোচনার মূল উপাদান। কারণ, ভূমিরূপ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ অর্থাৎ ভূমিরূপ অনবরত পরিবর্তিত হয়ে চলেছে। এই পরিবর্তনে শিলার গুণাগুণ, ভূগঠন, বয়স ইত্যাদি যেমন খুব গুরুত্বপূর্ণ তেমনি জলবায়ুর পরিবর্তন, পর্যায়ণ প্রক্রিয়া বা সময় ইত্যাদির গুরুত্বও অপরিসীম। যেসব প্রক্রিয়ায় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের ভূমিরূপ প্রক্রিয়া (Geomorphic Processes) বলা হয়। ভূমিরূপ প্রক্রিয়াকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা-পার্থিব প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া (Terrestrial Process) যেসব ভূগঠনকারী প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটে, তাদের পার্থিব প্রক্রিয়া বলে। ভূমিরূপ সৃষ্টিতে পার্থিব ভূমিকাই প্রধান। একে দুটি ভাগে ভাগ করা হয়; যথা-অন্তর্জাত বা ভূঅভ্যন্তরীণ শক্তি এবং বহির্জাত বা বাহ্যিক শক্তি। 1. অন্তর্জাত শক্তিসমূহ (Endogenetic Forces): যে সকল প্রক্রিয়ার মাধমে ভূঅভ্যন্তরে সৃষ্ট অন্তর্জাত শক্তিগুলি আকস্মিক বা ধীরভাবে ভূত্বকের পরিবর্তন ঘটায়, …

একটি মন্তব্য পোস্ট করুন