অবনমিত ভূমিরূপ (Erosional Landform)
অবনমিত ভূমিরূপ (Erosional Landform) 1. সিঙ্ক হোল (Sink Hole): চুনাপাথর অঞ্চলে প্রাথমিক অবস্থায় দ্রবণ ক্ষয়ের ফলে অসংখ্য ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়। এদের সিঙ্ক হোল বলে। কাস্ট ভূমিরূপ অঞ্চলে সিঙ্ক হোল একটি উল্লেখযোগ্য ভূমিরূপ। এই ভূমিরূপের আকার এবং গভীরতা বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। অধিকাংশ সিঙ্ক হোলের আকৃতি ফানেলের মতো হয় এবং এদের মুখটি যথেষ্ট প্রশস্ত হয়। সিঙ্ক হোলগুলি সাধারণত 3-10 মিটার গভীরতা এবং আয়তন কয়েক বর্গ মিটার পর্যন্ত হতে পারে। যে সমস্ত চুনাপাথর অঞ্চলে দারণের সংখ্যা বেশি থাকে, সেখানে সিঙ্ক হোল উপরের দিকে বেশি ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ নীচের দিকে অপসারিত হয়। উৎপত্তি অনুসারে সিঙ্ক হোলকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা-ডোলাইন (dolines) এবং ধস সিঙ্ক হোল (collapse sink hole)! 2. সোয়ালো হোল (Swallow Hole): যদি সিঙ্ক হোলের উপর মাটির আবরণ না থাকে এবং জল ভূপৃষ্ঠ থেকে সরাসরি গর্ত দিয়ে ভূগর্ভে চলে যায় তখন তাকে সোয়ালো হোল বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের জলপ্রবাহ ভূ-অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করার ফলে সৃষ্ট উন্মুক্ত গহবরকে সোয়ালো হোল বলে। ইংল্যান্ডের 'গ্যালিং মাইল' নামক সোয়ালো হোলটির গভীরতা প্রায় 1…