ভূ-বিপর্যয় আলোড়ন(Diastrophic Movement)
ভূ-বিপর্যয় আলোড়ন(Diastrophic Movement) সংজ্ঞা (Definition): যেসব আলোড়নের জন্য কঠিন ভূত্বকের ধীর কিংবা দ্রুত পরিবর্তন হয় এবং ফলস্বরূপ আপেক্ষিক স্থানান্তর ঘটে, তাদের ভূবিপর্যয় আলোড়ন বলে। পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি প্রথম শ্রেণির ভূমিরূপ ভূবিপর্যয় আলোড়নে সৃষ্ট হয়। এ ছাড়া শিলাস্তরে ভাঁজ, ফাটল প্রভৃতিও ভূবিপর্যয়ে সৃষ্ট হয়। ভু-বিপর্যয়ের ফলে সৃষ্ট এই আলোড়নকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, যথা-ধীর আলোড়ন এবং আকস্মিক আলোড়ন। 1. ধীর আলোড়ন (Slow Movement): যেসব ভূ-আলোড়ন ধীরে ধীরে ভূত্বকের পরিবর্তন ঘটায়, তাদের ধীর আলোড়ন বলে। ধীর প্রক্রিয়ায় ঘটা ভূ-আলোড়নে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস বৃদ্ধি বা অন্যান্য পরিবর্তন এত ধীরে ধীরে ঘটে যার ফলশ্রুতি বিরাট ও ব্যাপক হলেও লক্ষণীয় হয়ে উঠতে সুদীর্ঘ সময় প্রয়োজন। ভূ-আন্দোলনের ফলে অগভীর টেথিস (Tethys) সাগরে সঞ্চিত পলিস্তরে চাপ সৃষ্টি হয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটতে সময় লেগেছে কয়েক কোটি বছর। ভূ-বিজ্ঞানীদের মতে এই উত্থান পর্ব এখনও চলছে। এই আলোড়নকে তিনভাগে ভাগ করা যায়, যথা- (1) ভূগাঠনিক আলোড়ন, (ii) সমস্থিতিক আলোড়ন এবং (iii) সমুদ্রতলের আলোড়ন। (1) ভূগাঠনিক আলোড়ন (Tectonic Moveme…