নদীর সঞ্চয় কাজ (Depositional Work of River)

Alborigato
নদীর সঞ্চয় কাজ (Depositional Work of River) নদীর তিনটি কাজের মধ্যে সঞ্চয় কাজ অন্যতম। এই সঞ্চয় কাজের দ্বারা ভূমিরূপ গঠিত হয়। এই সঞ্চয় কাজই হল নদীর শেষ কাজ। নদী ক্ষয়কাজের ফলে যা পদার্থ ক্ষয় করে তা বহন কাজের মাধ্যমে অপসারিত করে। কিন্তু এই অপসারিত পদার্থ হয় নদী দুপাশে জমা করে কিংবা সমভূমির উপর দিয়ে বয়ে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। যে প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের সঞ্চয় হয় তাকে সঞ্চয়জাত প্রক্রিয়া এবং গঠিত ভূমিরূপকে সঞ্চয়জাত ভূমিরূপ বলে। নদী তার ক্ষয় করে আনা শিলাখণ্ড বা চূর্ণ, পলি প্রভৃতি নদীখাতে কিংবা নদীতে অত্যধিক জলের সরবরাহ হলে (বন্যা বা অন্য কোনো উৎস) তখন নদী তার পাড়ে দুইদিকে জমা করে। নদীর সঞ্চয় অনেকাংশে বহন প্রক্রিয়ার উপর নির্ভরশীল, কারণ নদী যদি বহনে অক্ষম বা অসমর্থ হয় তখন সঞ্চয় লক্ষ করা যায়। নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কোথাও না কোথাও ক্ষয়জাত পদার্থকে সন্বয় করে। প্রতিটি নদী উচ্চগতি, মধ্যগতি কিংবা নিম্নগতিতে সঞ্চয় করে, তবে নিম্নগতিতে মোহনার কাছে সঞ্চয়ের পরিমাণ সর্বাধিক। এটা মনে রাখতে হবে যে নদী পার্বত্য প্রবাহে বা উচ্চগতিতেও সঞ্চয় করে থাকে। নদীবাহিত শিলাখণ্ড, শিলাচূর্ণ কিংবা পলি, বালি, নুড়ি প্রভৃ…

একটি মন্তব্য পোস্ট করুন