বদ্বীপ(Delta)
বদ্বীপ(Delta) নদীর সঞ্চয় কার্যের ফলে উল্লেখযোগ্য ভূমিরূপ হল ডেল্টা। নদীর নিম্নপ্রবাহে অর্থাৎ সমভূমি প্রবাহের শেষপ্রান্তে মোহনার কাছে ভূমির ঢাল প্রায় সমুদ্র তলের সমান হওয়ায় অর্থাৎ মোহনার নিকট ভূমির ঢাল না থাকায় নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে ক্ষয়জাত পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে দ্রুত থিতিয়ে পড়ে, কিংবা নদীবাহিত বোঝা নদীখাতে জমা হয়। এই ধরনের পদার্থ জমা হয়ে যে বিশাল সমতল ভূমিভাগ গড়ে ওঠে তাকে বদ্বীপ বলে। অর্থাৎ সঞ্চয়কার্যের ফলে গঠিত বিস্তীর্ণ সমতল ভূভাগকে বদ্বীপ বলে। সাধারণ যে স্থান থেকে মূলনদী হতে প্রশাখা নদীগুলি উৎপন্ন হয়, সেই স্থানটি বদ্বীপের শীর্ষবিন্দু নামে পরিচিত। যাইহোক বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বিস্তীর্ণ সমতল ভূভাগের আকৃতি অনেকটা বাংলা মাত্রাহীন 'ব' অক্ষরের (গ্রিক অক্ষর 'এ' ডেল্টার ন্যায়) মতো, তাই এর এই ধরনের নামকরণ। নদীর মোহনা ছাড়াও হ্রদ কিংবা শাখানদী যেখানে প্রধান নদীর সাথে মিলিত হয়, সেখানে বদ্বীপ গড়ে ওঠে। বদ্বীপের ফলে মোহনার কাছে সমুদ্র ক্রমশ অগভীর হয়ে নতুন ভূমিরূপ গঠন করে। ভারত ও বাংলাদেশের গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এ…