সংজ্ঞাভিত্তিক / সংক্ষিপ্ত বিষয়(Definition wise / Short Type Content)
সংজ্ঞাভিত্তিক / সংক্ষিপ্ত বিষয়(Definition wise / Short Type Content) অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) যেসকল প্রক্রিয়ার মাধ্যমে ভূ-অভ্যন্তরে সৃষ্ট অন্তর্জাত শক্তিগুলি আকস্মিক বা ধীরভাবে ভূত্বকের পরিবর্তন ঘটায়, তাদের একত্রে অন্তর্জাত বা ভূ-অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা হয়; যথা-ধীর আলোড়ন বা আকস্মিক আলোড়ন (slow or sudden movement)। এই শক্তিকে ভূগাঠনিক শক্তি বলে। এই প্রক্রিয়ায় পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপগুলি (পর্বত, মালভূমি ও সমভূমি) গঠিত হয় আকস্মিকভাবে কিংবা ধীরগতিতে। আকস্মিক আলোড়ন (Sudden Movement) যেসব ভূ-আলোড়ন হঠাৎ বা আকস্মিকভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন করে, তাকে আকস্মিক আলোড়ন বলে, যথা- (i) অগ্ন্যুৎপাত এবং (ii) ভূমিকম্প। অন্তর্জাত আলোড়ন হঠাৎ মুহূর্তের মধ্যে আসে এবং দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আকস্মিক আলোড়ন ইন্দ্রিয়গ্রাহ্য এবং সিসমোগ্রাফ প্রভৃতি যন্ত্রের দ্বারা পরিমাপ করা যায়। ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি আলোড়ন ক্ষণস্থায়ী। কিছু ভূমিকম্প অত্যন্ত ক্ষণস্থায়ী। আকস্মিক আলোড়ন সীমিত অঞ্চলে দেখা যায় এবং ভূত্বক পরিবর্তনে প্রভাবও কম। এরূপ আলোড়ন উল্লম্বভাবে কাজ করে, তবে অত্যন্ত বিধ্বংসী প্রকৃত…