কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র(Coriolis Force and Ferrel's Law)

Alborigato
কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র(Coriolis Force and Ferrel's Law) কোরিওলিস বল (Coriolis Force): পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর উপর যে অলীক বল কাজ করে তাকে কোরিওলিস বলে বলে (coriolis force is a type of fictitious force imported on a body moving in a rotat ing direction.) 1835 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী গ্যাসপার্ড ডি কোরিওলিস (Gaspard De Coriolis) এই বলের কথা প্রথম উল্লেখ করেন। পৃথিবীর আবর্তনগতির ফলে সৃষ্ট কেন্দ্রবহিমুখি শক্তির (centrifugal force) প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সোজাসুজি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে না গিয়ে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হয়। যে বলের প্রভাবে এই বিক্ষেপ ঘটে তাকে কোরিওলিস বল (coriolis force) বলে। এই বলের পরিমাণ নির্ভর করে কোনো স্থানের অক্ষাংশীয় অবস্থান, বায়ুর গতিবেগ ও পৃথিবীর কৌণিক গতিবেগের ওপর। কোরিওলিস বল বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন হয়, যেমন নিরক্ষরেখায় এই বল শূন্য। 30°-50° অক্ষাংশে এই বলের পরিমাণ 50 শতাংশ, 60°-80° অক্ষাংশে এই বলের পরিমাণ ৪৪ শতাংশ এবং মেরু অঞ্চলে এই বলের প্রভাব 100 শতাংশ। এই বলের কতকগুলি …

একটি মন্তব্য পোস্ট করুন