কেন্দ্রমণ্ডল (Core or Centroshpere)

Alborigato
কেন্দ্রমণ্ডল (Core or Centroshpere)
কেন্দ্রমণ্ডল (Core or Centroshpere) ভূ-অভ্যন্তরে 2900 কিমি গভীরতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ 6370 কিমি পর্যন্ত বিস্তৃত এই অংশটি হল পৃথিবীর কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3486 কিমি জুড়ে যে ভারী ও ঘন পদার্থের স্তর রয়েছে তাকে কেন্দ্রমণ্ডল বলে। এটি সমগ্র পৃথিবীর ভরের প্রায় 32.5 অংশ এবং আয়তনে 16.20 শতাংশ অধিকার করে রয়েছে। এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি হল- এই স্তরের সীমানা বরাবর ও 5 তরঙ্গের সর্বাধিক গতিবিক্ষেপ ঘটে। বিযুক্তিতল বরাবর তরঙ্গের গতিবেগ হঠাৎ কমে যায় অর্থাৎ 13.7 কিমি/সেকেন্ড থেকে কমে গিয়ে দাঁড়ায় 8.4 কিমি/সেকেন্ড আসে। সেইসঙ্গে ১ তরঙ্গ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়. 1. গঠন (Structure): লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ভারী ও ঘন পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। এদের মধ্যে নিকেল (Ni) ও লোহার পরিমাণ বেশি থাকে বলে একে সংক্ষেপে নিফে (Nife) বলে। এছাড়া বিজ্ঞানীদের অনুমান এই স্তরে সিলিকন (Si), কার্বন (C), গন্ধক (S) এবং ম্যাগনেসিয়াম (Mg) ঘনীভূত অবস্থায় রয়েছে। 2. তাপমাত্রা (Temperature): এই স্তরের তাপমাত্রা খুব বেশি। বিজ্ঞানীদের অনুমান পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 5430°C, যা স…

একটি মন্তব্য পোস্ট করুন