আবহবিকারের নিয়ন্ত্রক(Controls of Weathering)

Alborigato
আবহবিকারের নিয়ন্ত্রক(Controls of Weathering) পৃথিবীর সর্বত্র একই ভাবে কিংবা একই মাত্রায় আবহবিকার হয় না, কোথাও এর মাত্রা বেশি বা কোথাও এর মাত্রা কম। আবার এর পদ্ধতি, ধরন এবং প্রকৃতি সর্বত্র সমান নয়। এর কারগুল নিম্নরূপ- 1. শিলার উপাদান ও গঠন (Composition and Structure of Rock): শিলার গঠন বলতে তার প্রাকৃতিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যকে বোঝায়। যেমন শিলার গঠনকারী খনিজ, দারণ, ফাটল, স্তরায়ণ তল, ভাঁজ, চ্যুতি প্রভৃতি। শিলাস্তরে দারণ বেশি হলে আবহবিকার বেশি হয়। আবার শিলাস্তরে ফাটল দেখা দিলে তার মধ্যে জল প্রবেশ করে বরফে পরিণত হলে আবহবিকার সংঘটিত হয়। আবার ওই ফাটলের মধ্যে উদ্ভিদের শিকড় প্রবেশ করলে আবহবিকারের হার বেড়ে যায়। শিলায় সচ্ছিদ্রতা কম থাকলে কিংবা শস্ত প্রকৃতির হলে আবহবিকার খুব ধীরে ধীরে হয়। আবার মোটা দানা যুক্ত বেলেপাথরে জল সহজেই প্রবেশ করতে পারে বলে আবহবিকার দ্রুত হয়। শ্লেট শিলায় সম্ভেদ অবস্থান করায় আবহবিকারের ফলে শিলা পাতের ন্যায় উঠে আসে। সিস্টের মধ্যে অভ্র (mica)-এর পরিমাণ বেশি থাকলে আবহবিকার অধিক মাত্রায় হয় কিংবা চুনাপাথরে বৃষ্টির জল প্রবেশের ফলে রাসায়নিক আবহবিকার লক্ষ করা যায়। কোনো স্থানে শিলার…

একটি মন্তব্য পোস্ট করুন