ভূমিরূপ সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ (Controlling Factors of Landforms)

Alborigato
ভূমিরূপ সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ (Controlling Factors of Landforms)
ভূমিরূপ সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ (Controlling Factors of Landforms) পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ ক্ষেত্রে সৃষ্টি হওয়া ভূমিরূপের উপর বেশ কিছু উপাদানের নিয়ন্ত্রণ থাকে। পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রের শিলার বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখা গেছে যে শিলার চরিত্র সাধারণত জটিল ধরনের। আবার পরীক্ষায় লক্ষ করা গেছে যে পৃথিবীর কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের গঠনেও নানা প্রকার শিলার সহাবস্থান। পৃথিবীর কোনো বিশেষ শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপের গঠন ওই অঞ্চলের গাঠনিক শিলার বৈশিষ্ট্য ও পার্শ্ববর্তী শিলার দ্বারাও প্রভাবিত হয়। শিলার বেশ কিছু ধর্ম বা বৈশিষ্ট্য ওই অঞ্চলের শিলার উপর গঠিত ভূমিরূপের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। নীচে এই নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করা হল- 1. শিলার প্রথন (Texture of Rock): পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসাবে বিবেচিত বিষয় হল শিলার প্রথন। সাধারণত শিলামধ্যস্থ খনিজ পদার্থসমূহের বিন্যাসের উপর শিলার প্রখন নির্ভরশীল। শিলার প্রথন মূলত দুই প্রকারের হয়। যথা- (a) সুক্ষ্ম প্রথন ও স্কুল গ্রখন। সূক্ষ্মগ্রথন বিশিষ্ট শিলার কেলাস বা, ক্রিস্টালগুলি অতি ঘন সন্নিবিষ্ট থাকার দরুন এই শিলা আবহবিকারে বা…

একটি মন্তব্য পোস্ট করুন