ভূ-রূপমিতির ধারণা (concept of morphometry)
ভূ-রূপমিতির ধারণা (concept of morphometry) ভূ-প্রকৃতি বিশ্লেষণের জন্য বিভিন্ন বিজ্ঞানী বা ভৌগোলিকেরা বিভিন্ন সময় কতকগুলি ভৌগোলিক সূচকের ব্যবহার করেছেন। ভূ-পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্যগুলিতে গাণিতিক বিশ্লেষণ করে জ্যামিতিক পদ্ধতিতে তার চিত্র অঙ্কন করাই হলো ভূ-পরিমিতি বা ভূরূপমিতি বা আকার পরিমাপ (morphometry)। অর্থাৎ কোনো স্বাভাবিক বা জ্যামিতিক আকৃতিবিশিষ্ট ভূমিরূপের জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আকার পরিমাপ (morphometry) বলে। এবং জ্যামিতিক আকৃতিবিশিষ্ট ভূমিরূপের বিশ্লেষণের জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে আকার পরিমাপ বিশ্লেষণ (morphometric analysis) বলে। কোনো স্থানের ভূমিরূপ প্রধানত নদীর অবক্ষয়জনিত ভূমিরূপের আলোচনাকে বোঝায়। একই প্রক্রিয়া দ্বারা গঠিত দুটি ভূমিরূপের বাহ্যিক দৃশ্য একই রূপ হলেও মূলত সূক্ষ্ম বিশ্লেষণে এদের মধ্যে যথেষ্ট প্রকৃতিগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই সকল পার্থক্য ধারাবাহিকভাবে বিশেষ ভূরূপমিতি পদ্ধতিতে বর্ণনা করা সম্ভব। নদী অববাহিকার আকার বিশ্লেষণের জন্য হর্টন, স্টুলার, শ্রেভ প্রমুখ নদী বিজ্ঞানী বিভিন্ন পদ্ধতিতে নদীখাত ক্রম (stream ordering) নির্ধারণ করেছেন। ভ…