উপকূল প্রক্রিয়া(Coastal Processes)

Alborigato
উপকূল প্রক্রিয়া(Coastal Processes)
উপকূল প্রক্রিয়া(Coastal Processes) ডবলু, এম. ডেভিস (W. M. Davis)-এর ক্ষয়চক মতবাদে উপকূল অঞ্চলের ভূমি পরিবর্তন ব্যাখ্যা করা যায়। প্রত্যেক উপকূল অঞ্চলের একটি নিজস্ব জীবন ইতিহাস রয়েছে। উপকূল অঞ্চল সাধারণত সামুদ্রিক শক্তিসমূহের দ্বারা ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্য দিয়ে আবর্তিত হয়ে অবশেষে পরিণত অবস্থায় পৌঁছায়। যদিও এই অঞ্চলগুলিকে ভূ-অভ্যন্তরীণ শক্তি তেমন প্রভাব বিস্তার করতে পারে না। সমুদ্র উপকূলে নদী, বায়ু ও হিমবাহের মতো ক্ষয়কার্য করে থাকে এবং ক্ষয়কার্যকে যে সমস্ত নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রণ করে সেগুলি হল- (a) সমুদ্রের জলরাশির পরিমাণ, (৮) সমুদ্রতরঙ্গের প্রকৃতি, (c) উপকূলভাগের প্রকৃতি, (d) বায়ুপ্রবাহ, (e) সমুদ্রজলের প্রকৃতি, (f) সমুদ্রস্রোত, (g) সমুদ্র জলের ভৌত গুণ (h) উপকূলভাগের আগ্নেয়গিরি, (i) জোয়ার ভাটার প্রকৃতি, (১) মানুষের কার্যাবলি প্রভৃতি। গভীর সমুদ্রে সৃষ্টি হওয়া তরঙ্গগুলি যখন উপকূলের কাছাকাছি অগভীর জলরাশির মধ্যে প্রবেশ করে তখন সমুদ্রতরঙ্গের গতির পরিবর্তন হয়। এর ফলে উপকূলভাগে ক্ষয়ের সৃষ্টি হয়। সমুদ্রের ঢেউ প্রধানত চারটি প্রক্রিয়ার মাধ্যমে উপকূলভাগে ক্ষয়সাধন করে, সেগুলি নীচে আলোচনা করা হল- 1.…

একটি মন্তব্য পোস্ট করুন