কারেনের শ্রেণিবিভাগ(Classification of Karren)

Alborigato
কারেনের শ্রেণিবিভাগ(Classification of Karren)
কারেনের শ্রেণিবিভাগ(Classification of Karren) চুনাপাথর অঞ্চলে ভূপৃষ্ঠে অবস্থানরত ছোটো বড়ো বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে উঠতে লক্ষ করা যায়। ছোটো আয়তনের ভূমিরূপগুলি সাধারণত ভূপৃষ্ঠে শিলার সঙ্গে বৃষ্টি জলের দ্রবণের ফলে উৎপত্তি লাভ করে। আবার বিভিন্ন আকৃতির আবন্ধ নিম্নভূমি (enclosed depresions) গুলি সাধারণত বড়ো আয়তনের ভূমিরূপ হিসেবে পরিচিত। ছোটো আয়তনের ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হল কারেন। কারেন (Karren): খাড়া ঢালযুক্ত চুনাপাথরের শিলাস্তরের উপর বৃষ্টির জল পড়লে, ওই শিলাস্তরের উপর 1-2 সেমি ব্যাসের ছোটো ছোটো গর্ত তৈরি হয়। এই ধরনের গর্তকে 'রেন পিট্' (rain pit) বলে। বৃষ্টির জল যদি কোনো স্থানে জমে থাকে, তাহলে ওই জমে থাকা জল রেন পিটের চারিদিকে দ্রবণের কাজের দ্বারা সূক্ষ্ম আঁচড়ের (grooves) মতো খাঁজ সৃষ্টি করে। ফরাসি ভাষায় একে ল্যাপিস (lapies) বললেও জার্মান ভাষায় একে কারেন বলে। ভূবিজ্ঞানী বোগলি 1960 সালে কারেনের বিভিন্ন ভূমিরূপের মধ্যে পার্থক্যের ভিত্তিতে 13টি কারেন চিহ্নিত করেন। আবার আকৃতি অনুসারে কারেন মোটামুটি চার প্রকারের হয়ে থাকে। নীচে এগুলি সম্বন্ধে আলোচনা করা হল- 1. রিলেন কারেন (Rillen Karren…

একটি মন্তব্য পোস্ট করুন