ডোলাইন-এর শ্রেণিবিভাগ(Classification of Doline)

Alborigato
ডোলাইন-এর শ্রেণিবিভাগ(Classification of Doline) চুনাপাথর কিংবা চক্ সমৃদ্ধ অঞ্চলে দারণ তল (Joint plane) যুক্ত শিলাস্তরে ভূপৃষ্ঠ জলপ্রবাহ (surface run off) কিংবা ভৌমজলের প্রবাহ দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখা যায়। ভূমিরূপগুলি দুই ধরনের যথা ভূপৃষ্ঠের ভূমিরূপ (surface land-forms) এবং ভূ-অভ্যন্তরীণ ভূমিরূপ (underground landforms)। আবার আয়তনের অভ্যন্তরীণ ভূমিরূপকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-ক্ষুদ্র আয়তনের ভূমিরূপ এবং বৃহৎ আয়তনের ভূমিরূপ। বৃহৎ আয়তনের ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল ডোলাইন। ডোলাইন (Doline): চুনাপাথরযুক্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে দ্রবণ ও ক্ষয়কার্যের ফলে ছোটো ছোটো গর্ত বা সিঙ্ক হোল কিংবা সোয়ালো হোলগুলি ক্রমশ আকারে বড়ো হয়ে, যে বড়ো বড়ো গর্তের সৃষ্টি করে, তাদের ডোলাইন বলে। এটি এক ধরনের আবঙ্গ নিম্নভূমি (enclosed depressions)। অনেকের মতো চুনাপাথর অঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা গর্তের সৃষ্টি হয় এই সমস্ত ছিদ্র দিয়ে নদী কিংবা ভূপৃষ্ঠের জল ভূঅভ্যন্তরে প্রবেশ করে, ভূঅভ্যন্তর ভাগ দিয়ে ঢাল অনুসারে কয়েক কিমি প্রবাহিত হওয়ার পর পুনরায় ভূপৃষ্ঠে এসে পড়ে। এইভাবে ভূগর্ভে নদীর জল অন্যত্র চলে যাওয়ার ফ…

একটি মন্তব্য পোস্ট করুন