Alborigato
রাসায়নিক আবহবিকার(Chemical Weathering) ধারণা (Concept) রাসায়নিক আবহবিকারে শিলায় রাসায়নিক পরিবর্তন হয় এবং শিলায় নতুন খনিজের উদ্ভব হয়। রাসায়নিক আবহবিকারে জলের ভূমিকা প্রধান। বায়ুর অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, জল প্রভৃতি শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে বিয়োজিত করে, ফলে শিলা ভেঙে যায়। একে রাসায়নিক আবহবিকার বলে। যে সমস্ত শিলায় নানা খনিজের উপস্থিতি লক্ষ করা যায় এবং খনিজগুলি সহজে দ্রবণীয় হয়, সেই শিলাগুলি রাসায়নিক আবহবিকারকে প্রভাবিত করে। বিভিন্ন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের মধ্যে তারতম্য লক্ষ করা যায়। সাধারণত উয় আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ করা যায়। রাসায়নিক আবহবিকারে প্রধান খনিজগুলি বিয়োজিত হয়, অপ্রধান খনিজগুলি রূপান্তরিত হয়। ফলে শিলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ করা যায়। সেগুলি হল-(a) শিলাতে বিভিন্ন খনিজ সহ উপাদানের পরিমাণ বাড়তে থাকে। (b) শিলায় পীড়ন ও টানের উদ্ভব হয়। (c) শিলায় কম আপেক্ষিক গুরুত্বের খনিজের উদ্ভব হয়। (d) শিলায় বিয়োজিত হয়ে বিভিন্ন ধরনের সূক্ষ্ম কণার সৃষ্টি করে। (e) শিলায় স্থায়ী খনিজের সৃষ্টি হয়। (f) শিলায় অবস্থানরত উপাদানগুলি গতিশীল প্রক…

একটি মন্তব্য পোস্ট করুন