ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য(Characteristics of Troposphere)
ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য(Characteristics of Troposphere) বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী Tesserence de Bost যার অর্থ মিশ্রিত অঞ্চল। এই স্তরে বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানের সঙ্গে ধূলিকণা ও জলীয় বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। তাছাড়া মেঘ, ঝড়, বৃষ্টিপাতের কারণও এই মন্ডল। এই কারণে একে ক্ষুব্ধমণ্ডল বলে। এই মণ্ডলের প্রধান বৈশিষ্ট্য হল- 1. এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলে প্রায় ৪-৭ কিমি পর্যন্ত এবং নিরক্ষীয় অঞ্চলে (equator) প্রায় 16-18 কিমি পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর মেরু অঞ্চল (polar region) চাপা এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং তাই মেরু অঞ্চলে আকর্ষণ বল অধিক থাকে, সেই জন্য মেরু অঞ্চলে বায়ুকে টেনে রেখে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কিছুটা কম হয়। তাছাড়া ঋতু পরিবর্তনেও উচ্চতা সামান্য হেরফের হয়। 2. পৃথিবীর বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় পদার্থের প্রায় 75 শতাংশ এবং প্রকৃতপক্ষে সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা এই স্তরেই সীমাবদ্ধ। তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে (বা অক্ষাংশে) এবং বিভিন্ন ঋতুতে এদের পরিমাণ কম বেশি হয়। 3. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্র…