Alborigato
সম্পত্তি জরিপ মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ (cadastral map) বা মৌজা মানচিত্র বলতে কী বোঝ? উওরঃ সংজ্ঞা - গ্রামের ভূমির দাগ নম্বর অনুযায়ী জরিপ করে বিভিন্ন ভূ-সম্পত্তি, কৃষিজমি, তৃণভূমি,বাগান , জমির সিমানা চিহ্নিত করে এই মানচিত্র আঁকা হয় বলে একে সম্পত্তির জটিল মানচিত্র বা মৌজা মানচিত্র বলে।  ব্যবহার - সরকারি জরিপ বিভাগের দক্ষ ও অভীক্ষক কর্মচারীগণ এই প্রকার মানচিত্র তৈরি করেন জমির রাজস্ব ও খাজনা ধার্য এবং সংগ্রহ জন্য। আমাদের দেশে মৌজা মানচিত্র গুলি এই শ্রেণীর।  বৈশিষ্ট্য- এই মানচিত্র বড় স্কেলের মানচিত্রের উদাহরণ। ভারতের মৌজা মানচিত্র গুলি 1:4,000 স্কেলের এবং নগর বা শহরের জমির মানচিত্র গুলি 1:2000 অথবা আরও বৃহৎ স্কেলের অংকন করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন