ক্ষয়ের নিম্নসীমা(Base Level Erosion)

Alborigato
ক্ষয়ের নিম্নসীমা(Base Level Erosion) ক্ষয়ের নিম্নসীমার ধারণা (Concept of Base Level Erosion) 1. W. Powell 1875 সালে ক্ষয়ের শেষ সীমা ধারণাটি উপস্থাপন করেন। সমুদ্র জলের উচ্চসীমাকে সমুদ্রতল (base level) হিসেবে ধরা হয়। কারণ পৃথিবীব্যাপী সমুদ্র জলের তেমন ওঠানামা করে না বা লক্ষ করা যায় না। যে সমস্ত নদী সমুদ্রে সবসময় পতিত হয় তারা সমুদ্রের জলতলের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষয়কাজ করে। পার্বত্য অঞ্চলে ঢাল খুব বেশি হওয়ায় স্বাভাবিক কারণে নদীর ক্ষয়কার্য অধিক লক্ষ করা যায়। আবার সমভূমি অঞ্চলে ভূমির ঢাল বসে যাওয়ায় নদীর ক্ষয়কার্য কমে যায়। কিন্তু নদী যখন উপকূল অঞ্চলে পৌঁছে যায় তখন নদী আর ক্ষয় করতে পারে না, কারণ নদী ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠের সাথে সমতা রেখে নদী তার দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্রটি ওপরের দিকে মসৃণ করতে থাকে। তাই সমুদ্র পৃষ্ঠকে নদীর ক্ষয়ের শেষসীমা বলে। অর্থাৎ নদীগর্ভে সর্বনিম্ন উল্লম্ব গভীরতা পর্যন্ত যতটা নদী তার ক্ষয়কার্য চালাতে পারে তাকে নদীর ভূমিক্ষয়ের নিম্ন সীমাতল বলে। ক্ষয়ের শেষসীমা তিন ধরনের যথা- (a) স্থায়ী ক্ষয়ের শেষসীমা (সমুদ্র পৃষ্ঠকে বোঝায়)। (b) অস্থায়ী ক্ষয়ের শেষ সীমা (হ্রদ ক…

একটি মন্তব্য পোস্ট করুন