বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও অক্সিজেনের আবির্ভাব(Appearence of the Water Vapour (H₂O) and Oxygen (O2) in the Atmosphere)

Alborigato
বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও অক্সিজেনের আবির্ভাব(Appearence of the Water Vapour (H₂O) and Oxygen (O2) in the Atmosphere) জলীয় বাষ্পের আবির্ভাব (Appearence of H₂O) পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির সঠিক কারণ সম্বন্দ্বে বিজ্ঞানীদের মধ্যে নানা মত আছে। পৃথিবী সৃষ্টির প্রথম পর্যায়ে, এখানে জলের কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীতে জলের অস্তিত্ব সম্পর্কে প্রথম প্রমাণ মেলে, পৃথিবীর গঠনের আনুমানিক 15 কোটি বছর পরে। অবশ্য তার আগে জল থাকলেও তা পৃথিবীর উত্তাপে ও সৌর ঝড়ে নিশ্চিহ্নে হয়ে গেছে। এইসময় অবশ্য সূর্যের দূরবর্তী গ্রহগুলিতে জলকণা বা বরফ তৈরি সম্ভব হয়েছিল। পৃথিবীতে জলকণা আবির্ভাবের ব্যাপারে উল্কাপিন্ড, ধূমকেতু ও গ্রহাণুর ভূমিকা সর্বাধিক। পৃথিবী সৃষ্টির প্রথম পর্যায়ে এই সমস্ত জলযুক্ত উল্কাপিণ্ড, গ্রহাণু ও ধূমকেতুর সঙ্গে সংঘর্ষের সময়ই পৃথিবীতে জলের আবির্ভাব। অনেক বিজ্ঞানীর ধারণা, এই জল যুক্ত গ্রহাণুগুলি সম্ভবত সৌরজগতের বাইরে তৈরি হয়েছিল। যেখানে জল এবং হাইড্রক্সিল (OH) মূলকযুক্ত খনিজের কেলাসীভবন সম্ভব হয়েছিল। পরবর্তীকালে এইসব গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়াতে জল এবং OH বাহিত খনিজ পৃথিবীতে এসে পড়ে…

একটি মন্তব্য পোস্ট করুন