বায়ুচাপ বলয়(Air Pressure Belt)

Alborigato
বায়ুচাপ বলয়(Air Pressure Belt)
বায়ুচাপ বলয়(Air Pressure Belt) ভূপৃষ্ঠের উপরে সূর্যকিরণের বিতরণের পার্থক্য (variation of insolation) এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরে কয়েকটি চাপ মন্ডলের সৃষ্টি হয়। এরা সমাক্ষরেখা বরাবর পৃথিবী জুড়ে অবস্থান করে বলে এদেরকে চাপ বলয় (pressure belt) বলে। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি থাকায় বায়ুচাপ বলয়গুলি উত্তর গোলার্ধের অপেক্ষা দক্ষিণ গোলার্ধে সুস্পষ্টভাবে গড়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের তারতম্য অনুযায়ী পৃথিবীকে সাতটি প্রধান বায়ুচাপ বলয়ে বিভক্ত করা হয়, যথা 1. নিরক্ষীয় নিম্নচাপ বলয় (Equa-torial Low Pressure Belt): নিরক্ষরেখার উভয় পাশে 5 deg উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে অবস্থিত অঞ্চলটিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। এই অঞ্চলে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে বলে, এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়। এছাড়া এখানে জলভাগ বেশি থাকায় প্রচণ্ড সূর্যতাপে জল বাষ্পে পরিণত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে সহজে উপরে উঠে যায়। এছাড়া আবর্তন গতির জন্য এ অঞ্চলের বায়ু উত্তর-দক্ষিণে ছিটকে যায়। একারণে সারা বছর বায়ুর চাপ কম থাকায় এখানে নিম্নচা…

একটি মন্তব্য পোস্ট করুন