বায়ুমণ্ডলের কণা(Air Particles)

Alborigato
বায়ুমণ্ডলের কণা(Air Particles) বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কণা (particles) যা মূলত নিম্ন বায়ুমণ্ডলে বিরাজ করে। এদেরকে অ-গ্যাসীয় (non-gaseous) উপাদানও বলে। এরা বাতাসে ভেসে বেড়ায়। ধর্ম অনুযায়ী এদেরকে প্রধান দুভাগে ভাগ করা যায়, যথা: 1. আর্দ্রতাগ্রাহী কণা (Hygroscopic Particles) 2. অ-আর্দ্রতাগ্রাহী কণা (Non-Hygroscopic Particles) আর্দ্রতা বা জলীয় বাষ্প শোষণ করে বাতাসে ঘুরে বেড়ায় সে সমস্ত কণা তাদেরকে আর্দ্রতাগ্রাহী কণা (Hygroscopic Particles) বলে। সমুদ্র লবণ-কণা (sea salt particles) যা মূলত সমুদ্রের জলের বুদবুদ থেকে উৎপন্ন হয় এই জাতীয় কণার প্রকৃষ্ট উদাহরণ। সোডিয়াম ক্লোরাইড (NaCl) নামক রাসায়নিক উপাদানের এইসব কণার ঘনত্ব স্বাভাবিকভাবে সমুদ্রের উপরের বায়ুমন্ডলের স্তরে বেশি থাকে। বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেলে এই কণাগুলি জলীয় বাষ্প দ্বারা আবন্দ হয় এবং মেঘের বিন্দুকণায় পরিণত হয়। অপরপক্ষে, অ-আর্দ্রতাগ্রাহী কণাসমূহ জল শোষণ বা ধরে রাখতে পারে না। মৃত্তিকা কণা (soil particles), বিভিন্ন জৈব কণা (hydrocarbon), ধোঁয়ার সঙ্গো উত্থিত কণা (smoke particles) ইত্যাদি এই শ্রেণির। এই সমস্ত কণার উপাদা…

একটি মন্তব্য পোস্ট করুন