Isopleth showing climatological map- contour

Alborigato
Isopleth showing climatological map- contour সংজ্ঞা (definition) মানচিত্রে সমুদ্র-সমতল থেকে সম-উচ্চতায় অবস্থিত স্থানগুলিকে যুক্ত করে যে কাল্পনিক রেখা আঁকা হয়, তাকে সমোন্নতি রেখা বলে। এক কথায় সমোন্নতি রেখাগুলি সম-উচ্চতা নির্দেশক রেখা। এই রেখাগুলি একটি বিশেষ উচ্চতার ওপরের অঞ্চলকে তার চেয়ে কম উচ্চতার অঞ্চল থেকে পৃথক করে। সমোন্নতি রেখাগুলির মান মিটার বা ফুট-এ প্রকাশ করা হয়ে থাকে। যেমন- 40 মিটার বা 120 ফুট সমোন্নতি রেখা। এরূপ মানচিত্রকে সমোন্নতি রেখা মানচিত্র (contour map) বলে। সমোন্নতি রেখা অঙ্কন(drawing of contour lines) প্রথমে যে অঞ্চলের সমোন্নতি রেখা আঁকতে হবে তার বিভিন্ন স্থানের উচ্চতা বা স্থানীয় উচ্চতাসমূহ (spot heights or spot levels) জানা দরকার। এই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের স্থানীয় উচ্চতা দিয়ে প্রস্তুত একটি মানচিত্র দেওয়া হয়। এই উচ্চতা ভূমি জরিপ করে বার করা হয়ে থাকে। এরপর interpolation পদ্ধতিতে অর্থাৎ সম-উচ্চতাবিশিষ্ট বিন্দু বা দুটি বিন্দুর মধ্যবর্তী সম-উচ্চতাবিশিষ্ট স্থানগুলিকে রেখার সাহায্যে যুক্ত করলে সমোন্নতি রেখাগুলি আঁকা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন