কিন্তু পুঁতবো কোথায়"- কী পৌতার কথা বলা হয়েছে? এই কথাটিতে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে নিজের ভাষায় লেখো।

Alborigato
"কিন্তু পুঁতবো কোথায়"- কী পৌতার কথা বলা হয়েছে? এই কথাটিতে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে নিজের ভাষায় লেখো। মানুষ ছাড়া মন আমার পড়বি বে তুই শূন্যকার লালন বলে, মানুষ-আকার ভজলে তরবি।।" উদ্ধৃতিটিতে শূন্যতার অর্থ কী? উদ্ধৃতিটির মূলভাব বিশ্লেষণ করো। উত্তর: শূন্যতা-র অর্থ: লালন সাঁই রচিত 'লালন শাহ্ ফকিরের গান' পাঠ্যাংশে সাধক বলেছেন, মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তাই মানুষের সঙ্গ ছাড়লে, মানুষ ঈশ্বরের সঙ্গচ্যুত হয়। ফলে, অদ্ভুত একটা শূন্যতা সৃষ্টি হয় মনে। পরমাত্মার সান্নিধ্যচ্যুত মহাশূন্যতার কথাই আলোচ্য উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে। মনকে বিশেষ অর্থে বাঁধলে মুনি হয়। কবি মনকে বেঁধেছিলেন মানবপ্রেমের সূত্রে। কবি নিজেকে খণ্ড করে নিজের অন্তরাত্মাকেই 'তুই' বলে সম্বোধন করে বলেছেন, অন্তরাত্মা যদি মানুষ ভোলে অর্থাৎ মানুষকে উপেক্ষা করে, তাহলে ঈশ্বরের অন্বেষণ ব্যর্থ হয়। মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে কেবল নিষ্ফল হাহাকার করে বেড়ায়। মূলভাব: মানুষের দুটি সত্তা-একটি বাইরের, অন্যটি ভিতরের। বাইরের মানুষটিকে চোখে দেখা গেলেও ভিতরের মানুষটিকে চর্মচক্ষুতে দেখা যায় না। ভিতরের মানুষ বাস করে মানু…

একটি মন্তব্য পোস্ট করুন