তৃন্দ্রা জলবায়ু অঞ্চল (Tundra climatic region)
তৃন্দ্রা জলবায়ু অঞ্চল (Tundra climatic region) পৃথিবীর উভয় গোলার্ধে 66/, অক্ষরেখার পর থেকে মেরুর দিকে মহাদেশের অংশগুলিতে যে বিশেষ ধরনের (প্রচণ্ড শীতল) জলবায়ু লক্ষ করা যায় তা তৃষ্ণা জলবায়ু নামে পরিচিত। 'তুন্দ্রা' শব্দটির অর্থ পতিত ভূমি। এই অঞ্চলটি চিরতুষারাবৃত একটি অঞ্চল। তাই এই অঞ্চলকে পৃথিবীর 'বরফের মরুভূমি (Ice Deserts) বলে। • ভৌগোলিক অবাদান (Geographical Location) • অক্ষাংশগত অবস্থান : উভয় গোলার্ধে 65°-75° অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অঞ্চলটি বিস্তৃত। দেশীয় অবস্থান তুন্দ্রা জলবায়ু অঞ্চল তিনটি উপ-জলবায়ু অঞ্চলে বিভাজিত। যথ্য- A.আর্কটিক মহাসাগর সংলগ্ন অঞ্চল (i) আলাস্কা, কানাডার উত্তরপ্রান্ত,(ii)পূর্বতন সোভিয়েত রাশিয়ার উত্তর অংশ। B. গ্রিনল্যান্ডের উপকূলবর্তী অঞ্চল; এবং C.দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকার গ্রাহামল্যান্ড উপদ্বীপ অঞ্চল। • তৃষ্ণা জলবায়ুর বৈশিষ্টা (Characteristics of Tundra Climate) সূর্যরশ্মি সারাবছর তির্যকভাবে এই অঞ্চলে পতিত হয বলে তাপমাত্রা সবসময় কম থাকে। এই অঞ্চলটি স্থায়ী উচ্চচাপ বলয়ের অধীন হওয়ায় এর আবহাওয়া হয় শীতল প্রকৃতির। উত্তর-পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ-পূর্ব মেরুবা…