ক্রান্তীয় উদ্বু মরু জলবায়ু (Tropical Hot Desert Climate)
Alborigato
ক্রান্তীয় উদ্বু মরু জলবায়ু (Tropical Hot Desert Climate)
ক্রান্তীয় উদ্বু মরু জলবায়ু (Tropical Hot Desert Climate) পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে চরম উদ্ভতা ও বৃষ্টিপাতের অভাবে যেসব স্থানে চরম উয় ও শুষ্ক জলবায়ু অনুভূত হয়, সেইসব স্থানের জলবায়ুকে ক্রান্তীয় উয় মরু জলবায়ু বলে। এই জলবায়ু উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির নাম অনুসারে সাহারা জলবায়ু নামেও পরিচিত। • ভৌগোলিক অবস্থান (Geographical Location): অক্ষাংশগত অবস্থান: উয় মরু জলবায়ু সাধারণত উভয় গোলার্ধের 15° থেকে 35° অক্ষরেখার মধ্যে অবস্থিত। তবে অধিকাংশ মরুভূমি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে অবস্থিত। এই অংশ উন্ন মরু জলবায়ুর প্রধান বা কেন্দ্রীয় অঞ্চল হিসেবে খ্যাত। দেশীয় অবাগান উল্ল মরু জলবায়ুর অন্তর্গত স্থানগুলি মহাদেশগুলির পশ্চিম অংশে লক্ষ করা যায়, যথা- (১) আফ্রিকা মহাদেশ: (i) সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম (ক্ষেত্রফল প্রায় 65 লক্ষ বর্গ কিমি) উন্ন মরু জলবায়ু অঞ্চল। এই অঞ্চলের বিভিন্ন দেশগুলি হল-সিরিয়া, মিশর, আলজিরিয়া, টিউনিসিয়া, চাদ। (ii) কালাহারি মরুভূমি বা বতসোয়ানা। (iii) নামিব মরুভূমি নামিবিয়া ও অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকার মরুভূমি। (2) এশিয়া মহাদেশ: (i) আরব মরুভূমি-এটি ম…