নাতিশীতোয় তৃণভূমি জলবায়ু (Temperate Grassland Climate)
নাতিশীতোয় তৃণভূমি জলবায়ু (Temperate Grassland Climate) নাতিশীতোয় তৃণভূমি জলবায়ু মধ্য-অক্ষাংশের মরু জলবায়ু ও আর্দ্র জলবায়ুর অন্তর্বর্তী বলয়ে দেখা যায়। নাতিশীতোয় মন্ডলের মহাদেশগুলির অভ্যন্তরভাগ এই জলবায়ুর অন্তর্গত। মহাদেশীয় অবস্থানের জন্য সামুদ্রিক প্রভাব থেকে এই অঞ্চল বঞ্চিত। চরম মহাদেশীয় অবস্থা জলবায়ুগত পরিবেশকে নিয়ন্ত্রণ করে। এই জলবায়ু স্ত্রেপ জলবায়ু বা মধ্য অক্ষ্যংশীয় মহাদেশীয় জলবায়ু নামেও পরিচিত। • ভৌগলিক অবস্থান (Geographical Location) • অক্ষাংশগত অরাধান এই জলবায়ুর অক্ষাংশগত বিস্তার সব মহাদেশে সমান নয়। এশিয়া ও উত্তর আমেরিকায় এই জলবায়ু 35° 55° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব ইউরোপে এটি 40°-60° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিন গোলার্ধে স্তেপ জলবায়ু 35°-50° দক্ষিণ অক্ষাংশে দেখা যায়। 1. ইউরেশিয়া: পশ্চিমে ইউরোপের ইউক্রেন সমভূমির অন্তর্গত কৃষ্ণসাগরের তীরবর্তী অংশ থেকে বৃহৎ রাশিয়ার সমভূমি অতিক্রম করে পূর্ব এশিয়ার আলতাই পর্বতের পাদদেশে অবস্থিত মঙ্গোলিয়ার উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিমে এটি দৈর্ঘ্যে প্রায় 3,200 কিমি। 2. উত্তর আমেরিকা: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার…