টোপলজি ভেক্টর ডেটার গঠন (Structure of Vector Data Topology)
টোপলজি ভেক্টর ডেটার গঠন (Structure of Vector Data Topology) Vector GIS-এর ক্ষেত্রে টপোলজি হল সবথেকে বহুল পরিমাণে ব্যবহৃত পদ্ধতি। টপোলজি হল গণিতের একট শাখা যা Entities-এর মধ্যে দৈশিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। যখন কোন সড়কজালি বিশ্লেষণ করা হয় তখন সফট্ওয়্যারের পক্ষে গতিপথ খুঁজে পাওয়া সম্ভব হয় না। সেক্ষ্যো ব্যবহারকারীকেই রাস্তার গতিপথ শুরু, শেষ, রাস্তার পারাপার ডানদিকের মোড়, বামদিকের মোড় ইত্যাদি নির্দেশ করতে হয়। এক্ষেত্রে সাধারণ Spaghetti মডেল ব্যবহার করা হয় যেখানে টপোলজি থাকে না। বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক গানে ক্ষেত্রে টপোলজির গুরুত্ব অপরিসীম। টপোলজির ক্ষেত্রে সম্পর্ক বলতে বিন্দুর সঙ্গে বিন্দু, বিন্দুর সঙ্গে রেখা বা ক্ষেত্র, রেখার সঙ্গে রেখা, রেখার সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে ক্ষেত্র, ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র, ক্ষেত্রের সঙ্গে বিন্দু বা ক্ষেত্রের সঙ্গে রেখার সম্পর্ককে বোঝায়। দুটি স্থানের মধ্যে সব থেকে কম দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে টপোলজি খুবই গুরুত্বপূর্ণ। টপোলজি হল একটি গানিতিক সমাধান যার দ্বারা দৈশিক সম্পর্ক বিশ্লেষণ করা যায়। এই মডেলকে আবার Arc-Node Data Model হিসাবে অভিহিত করা হয়। Arc : আর্ক ব…