দৈশিক তথ্য (Spatial Data)

Alborigato
দৈশিক তথ্য (Spatial Data)
দৈশিক তথ্য (Spatial Data) এই পৃথিবীতে সমস্ত স্থানই হল দৈশিক তথ্য বা Spatial Data। GIS-এর ধারণা অনুযায়ী প্রত্যেকটি বস্তুরই একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে এবং তা নির্দিষ্ট পথ মেনেই নির্দেশিত হয়। তাই বলা হয়, Spatial Data নির্দিষ্ট স্থান, আকার, এবং আকৃতি নিয়ে পৃথিবীতে অবস্থান করে। পৃথিবীতে অবস্থানকারী সমস্ত বস্তু মানচিত্রের দ্বারা উপস্থাপন করা সম্ভব। তাই যে সমস্ত বস্তুকে মানচিত্রে উপস্থাপন করা সম্ভব, তাদের Spatial Data বলে। সাধারণত বিন্দু, রেখা ও ক্ষেত্র দ্বারা Spatial Data উপস্থাপন করা যায়। কোনো বনভূমির নির্দিষ্ট স্থান (x, y Location) যখন বর্ণনা করা হয় তখন তা Spatial Data নামে পরিচিত। কিন্তু যখন ওই স্থানের বনভূমির উদ্ভিদের প্রকারভেদ, প্রকৃতি তাদের উচ্চতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তা Attribute Data হিসাবে কাজ করে। দৈশিক তথ্যের উপাদান (Spatial Data Element): ভূ-পৃষ্ঠের কোন অবস্থানের ধারণা পেতে এর চারপাশে বিভিন্ন ভৌগোলিক তথ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বিন্দু, রেখা ও ক্ষেত্র এই তিন প্রকার বৈশিষ্ট্যের মাধ্যমে ভৌগোলিক অবস্থানের সকল বস্তুকে দেখানো হয়। বিন্দু (Point): বিন্দুর মাধ্যমে সা…

একটি মন্তব্য পোস্ট করুন