আঞ্চলিকীকরণের সমস্যার সমাধান (Solution to solve the problem of Regionalizatim)

Alborigato
আঞ্চলিকীকরণের সমস্যার সমাধান (Solution to solve the problem of Regionalizatim) আঞ্চলিকীকরণের ক্ষেত্রে উল্লিখিত বিভিন্ন সমস্যার নিরসনের কথা মাথায় রেখে দীর্ঘকালীন প্রচেষ্টারূপে ভৌগোলিকরা বেশ কয়েকটি কৌশল অবলম্বনের বিধান দিয়ে থাকেন। যেমন- (i) আঞ্চলিকীকরণের প্রথমেই নির্বাচিত অঞ্চল বা এলাকাটিকে ভালো করে জরিপ (survey) এবং সান্নি ক্ষেত্রগুলি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সময় যথেষ্ট সচেতন থাকতে হবে। (ii)আঞ্চলিকীকরণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পরিসংখ্যানগত তথ্যের প্রাপ্যতা যদি খুব সীমিত। হয়, সেক্ষেত্রে সংলগ্ন বাফার এলাকাগুলি থেকে প্রাপ্ত তথ্যের ওপর বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে, স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যও নিতে হবে। (iii) আঞ্চলিকীকরণের স্কেলসংক্রান্ত ত্রুটি এড়াতে অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গিতে দৈশিক বিভিন্ন স্কেলগুলির সমন্বয় ঘটাতে হবে। তা ছাড়া, কার্যকরী ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার সময় প্রশাসনিক বিভাগগুলিতে পাওয়া বিভিন্ন স্থানীয় মানচিত্র এবং এলাকাভিত্তিক সংযোগের ধরন সংক্রান্ত প্রকৃতি অনুমতিসাপেক্ষে বিবেচনা করতে হবে। (iv)) যে-সমস্ত এলাকা দ্রুত বর্ধনশীল, সেখানকার আকারের পরামিতিগুলি বুঝতে একটি…

একটি মন্তব্য পোস্ট করুন