মানব উন্নয়নের তাৎপর্ব(Significance of Human Development)
মানব উন্নয়নের তাৎপর্ব(Significance of Human Development) বিশ্বব্যাপী সার্বিক উন্নয়নের প্রধান নিয়ামকরূপে মানব উন্নয়নের প্রচেষ্টা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যেমন- • মৌলিক চাহিদার সংম্মান (Arrangements of basic needs): খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং উপযুক্ত শিক্ষার বাতাবরণ মানুষের বেঁচে থাকার অন্যতম চারটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। কোনও একটি দেশের মানব উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে, এই সকল মৌলিক উপাদানগুলি আরও সহজলভ্য হয়ে ওঠে। • জীবনযাত্রার মান বৃদ্ধি (Increase the quality of life): মানব উন্নয়নের সমস্ত প্রচেষ্টাগুলি সর্বজনীন ভোগের স্তরকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিয়ে মানুষের জীবনযাত্রার মানকে আরও সমৃদ্ধ করে তোলে। • উৎপাদনের ধারাবাহিকতা (Continuity of production): কোনও একটি দেশে মানব উন্নয়নের উপযুক্ত পরিবেশ বজায় থাকলে, উচ্চ শিক্ষার পথ ধরে সম্পদ উৎপাদন এবং কর্মকেন্দ্রিক দক্ষতার সূচক বহুলাংশে বেড়ে যায়। এরফলে, দেশে উৎপাদনের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকো • মূল্যবোধের বিকাশ: যেহেতু মানব উন্নয়নের বিভিন্ন পথে ব্যক্তি বা গোষ্ঠীর নাতি এবং ভাবনার মানদণ্ডগুলিকে বিশেষভাবে পরিবর্তিত করায়, এটি পরোক্ষভাবে দিল পথে বা…