নির্বাচিত উপাদানসমূহ (Selected elements)
নির্বাচিত উপাদানসমূহ (Selected elements) ভারতের কৃষি বাস্তু সংস্থানিক অঞ্চল নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য প্রধান উপাদানগুলিকে নীচে আলোচনা করা হল। (১) জৈব জলবায়ু (Bio-climate): ভারতের কৃষি-বাস্তু সংম্মানিক আঞ্চলিকীকরণে অথবা স্থানীয় ফসলের ঋতু নিধারণে জৈব জলবায়ুকে একটি অপরিহার্য পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। সাধারণত প্রতিটি ফসলের। উপযোগী জলবায়ুগত অবস্থা বোঝাতেই 'জৈব জলবায়ু' শব্দটিকে প্রয়োগ করা হয়। জৈব জলবায়ুর ভারসাম্যযুদ্ধ পরিবেশটি ভারতের বিভিন্ন স্থানের জলবায়ু, সম্ভাব্য বাষ্পীয়-প্রস্বেদন এবং শস্যের বৃদ্ধিকাল (LGP) দ্বারা নির্ধারিত হয়। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন জৈব জলবায়ুর প্রেক্ষাপটে। স্বতন্ত্র উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, সূর্যালোক, বায়ুপ্রবাহ প্রভৃতি। এমনরি আর্দ্রতা-শুদ্ধতার ক্রিয়াশীলতার ওপর ভিত্তি করেই ফসলের ধরন এবং তার বৃদ্ধির পর্যায়কে সহজেই অনুমান করা যায়। এখানে উচ্চতাভেদে এবং আঞ্চলিক পরিসরে ভারতের গাঙ্গেয় সমভূমির বিভিন্ন জৈব জলবায়ুর প্রকৃতিগত অবস্থাটিকে প্রদর্শন করা হল।কোনও এক বা একাধিক ফসলের উৎপাদনের জন্য উপলব্ধ আর্দ্র এবং শুষ্ক ঋতুর পর্যায়ক্রমিক দিনসংখ্যার ওপর ক্…