সাভানা জলবায়ু (Savana Climate)
সাভানা জলবায়ু (Savana Climate) ক্রান্তীয় অঞ্চলে মরু জলবায়ু ও আর্দ্র জলবায়ুর যে মধ্যবর্তী অবস্থা লক্ষ করা যায়, তাকে ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা জলবায়ু বলে। মূলত নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাতের পর জলীয় বাষ্পের অভাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রান্তদেশে শুষ্ক জলবায়ু বিরাজ করে। এ ছাড়া আয়ন বায়ুর প্রবাহপথে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হয় কিন্তু মধ্যভাগে জলীয় বাষ্প কমতে থাকায় বৃষ্টিপাতও কম হয়, তাই এখানে তৃণভূমি সৃষ্টি হয়। এই জলবায়ু অঞ্চলটি নিরক্ষীয় ও উদ্বু মধু জলবায়ুর মধ্যবর্তী অঞ্চল। গ্রীষ্মকাল উয় ও আর্দ্র এবং শীতকাল অতি শুদ্ধ প্রকৃতির হয়। • ভৌগোলিক অবান্ধান (Geographical Location) • অক্ষাংশগত অবস্থান : উধুমন্ডলে নিরক্ষরেখার উভয় দিকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের উভয়পার্শ্বে বিস্তৃত অন্ধন সাভানা জলবায়ু বা ক্রান্তীয় তৃণভূমি নামে পরিচিত। এই জলবায়ু নিরক্ষরেখার উভয় পার্শ্বে 7°-20° উত্তর ও দক্ষিন অক্ষাংশেও লক্ষ করা যায়। • দেশীয় অবস্থান : সাভানা জলবায়ু অঞ্চল বিভিন্ন মহাদেশের অন্তর্গত যেসব দেশে বিস্তৃত, তা নিয়ে উল্লেখ করা হল- (i) আফ্রিকা : পূর্ব আফ্রিকার মোম্বাসা, কেনিয়া, সোমালিয়া, উ…