পশ্চিমবঙ্কোর মানব উন্নয়নের পরিচিতি পর্যালোচনা(A review of human development situation in West Bengal)
Alborigato
পশ্চিমবঙ্কোর মানব উন্নয়নের পরিচিতি পর্যালোচনা(A review of human development situation in West Bengal)
পশ্চিমবঙ্কোর মানব উন্নয়নের পরিচিতি পর্যালোচনা (A review of human development situation in West Bengal) পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন পর্যালোচনা কিছুটা দেরিতে শুরু হলেও, সাম্প্রতিককালে রাজ্যের সার্বিক উন্নয়ন বিবেচনায় অধিকাংশ অর্থনীতিবিদ এখানকার মানব উন্নয়নের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বিংশ শতকের পূর্বে ভূমি সংস্কার এবং আর্থিক বিকেন্দ্রীকরণের প্রভাবকে সঠিকভাবে অনুধাবন না করতে পারায় এ রাজ্যে মানব উন্নয়নের বেশ কয়েকটি ক্ষেত্রে সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছিল। তা সত্ত্বেও, পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে উৎপাদনশীল শক্তির প্রকাশ এবং ভোগপ্রবণতায় দক্ষতা অর্জনের প্রতিটি উদ্যোগকে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়।। স্বাধীনতার প্রেক্ষাপট (Background) পরবর্তীকালে সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রেক্ষাপটটি ছিল কৃষিকেন্দ্রিক। যে লক্ষ্যে এক সময় এরাজ্যে ভূমিসংস্কারের মধ্যে দিয়ে কৃষি উন্নয়নের সার্বিক প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তীকালে, অর্থাৎ 90- এর দশকের পর এরাজ্যের উন্নয়নের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। অবশ্য, ইতিমধ্যে রাষ্ট্রসঙ্ঘ তথা বিশ্বব্যাংক মারফত মানব উন্নয়নের প্রদর্শিত পথ…