ভারতীয় প্রেক্ষাপটে আঞ্চলিকীকরণ(Regionalization in Indian context)
ভারতীয় প্রেক্ষাপটে আঞ্চলিকীকরণ(Regionalization in Indian context) বৈচিত্র্যময় সুবিশাল ভারতবর্ষের দৈশিক পরিমণ্ডলকে আধ্যলিকীকরণের প্রচেষ্টায় বিন্যস্ত করা কোনও নতুন ভৌগোলিক পদ্মা নয়। এদেশের প্রাকৃতিক পরিসরের ভৌত বা বাহ্যিক রূপগত বিভিন্নতা এবং ক্রিয়াশীল ক্ষেত্রগুলিকে সামনে রেখে পরিকল্পনাভিত্তিক আঞ্চলিকীকরণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অখন্ডতা রক্ষার প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে প্রতিষ্ঠিত করেছে। নিম্নলিখিত আলোচনায় এই বিষয়টিকে স্পষ্টভাবে উল্লেখ করা হল। ভারতে আগ্যলিকীকরণের উদ্দেশ্য (Purpose of Indian Regionalization): ভারতের আঞ্চলিকীকরণের ক্ষেত্রে প্রধান প্রধান উদ্দেশ্যগুলি হল- (i) প্রশাসনিক তথা রাষ্ট্র পরিচালনের স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের সীমানা সঠিকভাবে নির্ধারণ করা। (ii) ভৌগোলিক দিক থেকে দেশের বিভিন্ন বাহ্যিক এবং ক্রিয়ামূলক অঞ্চলগুলির সমধর্মিতা ও বিষমধর্মীতার কাঠামো অনুসন্ধান। (iii) ভারতের প্রতিটি আঞ্চলিক উপাদানকে তাদের স্বতন্ত্র প্রকৃতি বা পৃথক গুণাবলীর ভিত্তিতে চিহ্নিতকরণ। (iv) ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষে ভাষা, ধর্ম, পোশাক, জাতিগত আচরণ প্রভৃতি বিষয়গুলিকে সাংস্কৃতিক বৈচিত্র্যের নিরিখে অভীক্ষ…