আঞ্চলিক পরিকল্পনা(Regional Planning)

Alborigato
আঞ্চলিক পরিকল্পনা(Regional Planning)
আঞ্চলিক পরিকল্পনা (Regional Planning) কোনও একটি দেশের উন্নয়নমূলক সমস্ত ধরনের কর্মকান্ডের সাথেই পরিকল্পনার স্থানিক পরিসরটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। বিশেষ করে, পরিবেশ-সমাজ-অর্থনীতি-রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে উদ্ভূত যাবতীয় পরিস্থিতিকে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোকে গতিশীল ও সুসংহত করে তুলতে আঞ্চলিক পরিকল্পনাকেই উন্নয়নের অন্যতম সোপান বলে মনে করা হয়। এখানে আঞ্চলিক পরিকল্পনার ধারণাটিকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করা হল। ধারণা (Concept): আঞ্চলিক পরিকল্পনা হল কোনও একটি রাষ্ট্রের বিধিসম্মত, নৈতিক এবং সমস্যা সমাধানমূলক এক বিশেষ উন্নয়নমুখী প্রচেষ্টা। গ্রাম-শহর, কৃষিক্ষেত্র-শিল্পক্ষেত্র, সমাজ-অর্থনীতির কাঙ্খিত লক্ষ্য পূরণ, এমনকি সমস্ত ধরনের পরিবেশ-পরিস্থিতিকে সুষমভাবে নিয়ন্ত্রণের প্রস্তাবগুলি আঞ্চলিক পরিকল্পনার মাধ্যমেই বু পায়িত হয়। তাই, আঞ্চলিক পরিকল্পনা হল ভবিষ্যতে যে কোনো লক্ষ্য পূরণের অন্যতম হাতিয়ার। সাধারণত, এক বা একাধিক উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন উন্নয়নমূলক চিন্তাধারার কার্যকরী কৌশল বা নীতির বাস্তবায়নের ক্ষেত্রে আঞ্চলিক পরিকল্পনাকে সমন্বয়কারী একটি নিরবচ্ছিন্ন দক্ষ প্রক্রিয়া মানা হয়। তাই এ…

একটি মন্তব্য পোস্ট করুন