ভারতের আঞ্চলিক বৈচিত্র্য (Regional diversity of India)
Alborigato
ভারতের আঞ্চলিক বৈচিত্র্য (Regional diversity of India) ভারতের আঞ্চলিক বৈচিত্র্য (Regional diversity of India) প্রতিটি অঞ্চলরেই নিজস্ব কিছু স্বাতন্ত্র্যতা থাকে, যেগুলি ভৌগোলিক বৈচিত্র্য প্রদর্শন করার পাশাপাশি প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলিকে অবিচ্ছেদ্য একটি সম্পর্কে বেঁধে রাখে। এই দিক থেকে বিচার করলে, আমাদের দেশ ভারত হল পৃথিবীর এমনই একটি "ক্ষুদ্র সংস্করণ” যেখানে ভৌগোলিক পরিসরের বৈচিত্র্যপূর্ণ ধারা আবহমান তাল থেকেই অত্যন্ত স্পষ্টরূপে বিদ্যমান। যদিও কখনো কখনো তীক্ষ্ণ বৈচিত্র্য' শব্দটি সমন্বয়ী ভাবধারার পরিবর্তে আঞ্চলিক পার্থক্যের উপর জোর দিয়ে দেশের অখন্ডতাকে যথেষ্ট দুর্বল করে দেয়, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ভৌগোলিকদের বৃষ্টিভালাতে ভারতের অখণ্ডতা বা বৈচিত্র্যের সমন্বয়ী ভাবধারাগুলিই সর্বাধিক গুরুত্ব পায়। ■ ভারতের আঞ্চলিক বৈচিত্র্যের ধারণা (Concept of Regional Diversity at India): ভৌগোলিক পরিসরে ভারতের প্রাকৃতিক (ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি) এবং অপ্রাকৃতিক (জাতি, বর্ণ, ধর্ম, ভাষা, লিঙ্গা প্রভৃতি) উপাদানগুলির সমারোহ দেশের বৈচিত্র্যকে বহুমুখীভাবে প্রকাশ করে থাকে। বৈচিত্রোর দিক…