বঙ্গভ দৃষ্টিভঙ্গির নিরিখে অঞ্চল (Region in terms of objective aspect)

Alborigato
বঙ্গভ দৃষ্টিভঙ্গির নিরিখে অঞ্চল (Region in terms of objective aspect) বস্তুগত দৃষ্টিভঙ্গির নিরিখে অঞ্চলের যেকটি সংজ্ঞা পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হল- • পল ভিদাল দ্য-লা-ব্লাশ (Paul Vidal de la Blache)-র মতে, "অজ্জ্বল এমন একটি বিশেষ স্থান যেখানে সমাজের বিভিন্ন মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনধারা গড়ে তোলে।" • 1905 খ্রিস্টাব্দে অ্যানট্রৌ জন হার্বাটসন (A. J. Herbertshon) বলেছিলেন- Region is a comples of land, water, air, plant, animal and man regarded in the earth's surface. • 1929 খ্রিস্টাব্দে তুইটেলসি (Whuttlesey) অঞ্চলকে a differentiated segment of earth surface বৃপে আখ্যায়িত করেছেন। • 1933 খ্রিস্টাব্দে জন ফ্রেডারিখ উনস্টিড (J. F. Unstead) বলেন- The region is a real entity thuat can be positively indentified as natural region. • 1934 খ্রিস্টাব্দে ডেভিড বি গ্রিক (David B. Grig) উল্লেখ করেন- অঞ্চল এমন একটি এলাকা যাকে কোনও নির্দিষ্ট পরিচয়ের মাধ্যমে অপর একটি এলাকার থেকে কিছু বৈশিষ্ট্যের নিরিখে স্বতন্ত্র করা যায়। এই রূপ স্বতন্ত্রতা কোনও একটি বা একাধিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি ক…

একটি মন্তব্য পোস্ট করুন