অনুন্নয়নের সাম্প্রতিক অবচনা(Recent state of underdevelopment)
অনুন্নয়নের সাম্প্রতিক অবচনা(Recent state of underdevelopment) পৃথিবীর একাধিক দেশ বর্তমানে উন্নতির চরম শিখরে পৌঁছে গেলেও, অনুন্নত বা স্বল্পোন্নত দেশের বেশকিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজও যথেষ্ট মাথাব্যথার কারণ। বিংশ শতকের মাঝামাঝি সময়ের পর থেকে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা প্রকাশের পর থেকেই বিশ্বের অনগ্রসর দেশগুলি তাদের আর্থ সামাজিক ক্ষেত্রের বিভিন্ন মিশ্র ফলাফলকে সঙ্গে নিয়ে যথাসম্ভব উন্নয়নের দিকে পৌঁছানোর প্রচেষ্টা শুরু করেছে। বর্তমানে, বিশ্বের প্রায় সমস্ত দেশ ঔপনিবেশিক সাম্রাজ্য ভেঙে দিয়ে নিজেদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করলেও, দুর্ভাগ্যবশত এখনো তারা অনুন্নয়নের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারেনি। একবিংশ শতকের প্রারম্ভে গবেষক আঅ্যালেন (2000 খ্রিঃ) একটি পরিসংখ্যানে উল্লেখ করেছন, 1995 খ্রিস্টাদে যুদ্ধবিধস্ত এবং রাজনৈতিকভাবে অস্থির বিশ্বের প্রায় 76টি দেশের মধ্যে 65টি দেশকেই অনুন্নতরূপে চিহ্নিত হয়েছিল। পরবর্তীকালে, জাতিসঙ্ঘ, বিশ্বব্যাঙ্ক এবং Organization for Economic Co-operation and Development (OECD)-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্রতিবেদনে উন্নয়নশীল দেশগুলির চরম অব্যবস্থা…