আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক পরিবর্তন(Recent changes in approaches of Regionalization)
Alborigato
আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক পরিবর্তন(Recent changes in approaches of Regionalization)
আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক পরিবর্তন (Recent changes in approaches of Regionalization) পৃথিবীর প্রতিটি অঞ্চলকে তার সমতা বা বিষমতার পরিপ্রেক্ষিতে শ্রেণিবদ্ধ করার প্রচেষ্টাটি দীর্ঘদিনের হলেও, অতীতে আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র বাহ্যিক উপাদানগুলিকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু, বাহ্যিক অঞ্চলের পরিসরে মানুষের বিভিন্ন কর্মধারার পরিব্যাপ্তি ক্রমেই ক্রিয়াশীল অঞ্চলের প্রাধান্য যথেষ্টভাবে বৃদ্ধি করেছে। বিশেষ করে, বিগত পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে এই আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। যেমন- (i) পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চলকেই একটি পূর্ণ ভৌগোলিক একক ধরে শ্রেণিবিভাজন কৌশলটি বিগত শতকে সর্বাধিক প্রচলিত ছিল। কিন্তু, বর্তমানে একটি অঞ্চলকে ছোটো ছোটো একাধিক পরিসরে বিভক্ত করে তাদের নির্ধারিত মাপকাঠির দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। (ii) একসময় আঞ্চলিকীকরণে উপাদানভিত্তিক প্রতিটি গঠন-কাঠামোকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হত। বর্তমানে এই ধরনের প্রচেস্টায় অঞ্চলের গুণাগুণকেই অন্যতম স্থিতিমাপক ধরা হয়। (iii) সাম্প্রতিক কালে আঞ্চলিকীকরণের প্রচেষ্টা আরও ধারাবাহিক বা প্রণালীবন্ধ (Systemat…