বিশ্বব্যাংক কর্তৃক মানব উন্নয়ন সূচকের প্রস্তাবসমূহ(Proposals for the Human Development Index by the World Bank)

Alborigato
বিশ্বব্যাংক কর্তৃক মানব উন্নয়ন সূচকের প্রস্তাবসমূহ (Proposals for the Human Development Index by the World Bank) মানব উন্নয়নের আধুনিক মানদণ্ড প্রকাশের ক্ষেত্রে বিশ্বব্যাংকের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বব্যাংক কর্তৃক সম্প্রাতি মানব উন্নয়নের সূচক উপস্থাপনায় আরও কয়েকটি ক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলি হল- মাথাপিছু ব্যক্তিগত ভোগের স্তর (Level of personal consumption per capita): যে সমস্ত দেশের মানুষজন মাথাপিছু ব্যক্তিগত ভোগ প্রবণতায় ইচ্ছামতো সর্বাধিক সুযোগ পায়, জীবনযাত্রার মানের দিক থেকে তারাই মূলত এগিয়ে থাকে। সেই কারণে, বিশ্বব্যাংকের প্রস্তাবনায় মাথাপিছু ভোগ বৃদ্ধি মানব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ যারা দারিদ্র্যসীমার নীচে থাকার ক্রয়কেন্দ্রিক অক্ষমতার কারণে তাদের ভোগ প্রবণতায় যথেষ্ট কম। এরফলে, তারা জীবনের কাঙ্ক্ষিত সুফলগুলিকে সার্বিকভাবে উপভোগ করতে পারে না। শিশুদের মধ্যে অপুষ্টির প্রবণতা (The tendency of malnutrition in children): সুষম আতার না পাওয়ার কারণে ঘটে থাকা অপুষ্টি হল এমন একটি স্বাস্থ্যগত ত্রুটি য…

একটি মন্তব্য পোস্ট করুন