পরিকল্পনা ও আঞ্চলিক পরিকল্পনা(Planning and Regional Planning)
Alborigato
পরিকল্পনা ও আঞ্চলিক পরিকল্পনা(Planning and Regional Planning)
পরিকল্পনা ও আঞ্চলিক পরিকল্পনা (Planning and Regional Planning) পরিকল্পনার ধারণা (Concept of Planning): • সাদারণ অর্থে পরিকল্পনা (Planning in gen- eral sense): সাধারণ অর্থে পরিকল্পনা হল কোনও সমস্যা ও সম্ভাবনাকে বিবেচনা করে পূর্ব নির্ধারিত বিভিন্ন কার্যক্রমগুলিকে উন্মুক্তভাবে বিশ্লেষণ, মূল্যায়ন এবং উন্নয়নের লক্ষ্যে সেগুলির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটানো। সেইকারণে, পরিকল্পনা উন্নয়নের হাতিয়ার স্বরূপ রাষ্ট্রীয় তথা আঞ্চলিক পর্যায়ে প্রতিশ্রুতিমূলক সমস্ত কর্মকাণ্ডকে সুষ্ঠু ও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করার একটি কার্যকরী নকশা। • বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ অনুসারে পরিকল্পনার সং (Definition of planning according to expert perspective): বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিকল্পনার ধারণাটিকে ব্যাপক এবং সার্থকভাবে উপস্থাপন করেছেন। এখানে পরিকল্পনা প্রসঙ্গে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হল। 1935 খ্রিস্টাব্দে John Glasson বলেছেন- Planning include a sequence action winch are designed to solve problems in the future." অর্থাৎ, পরিকল্পনা হল এমন কতকগুলি কার্যক্রমের পরম্পরা যেটি ভবিষ্যতের সমস্যার সমাধা…