ভারতে আমুলিক বৈৰম্যের সাময়িক কারণ (Overall Causes of regional disparities in India)
Alborigato
ভারতে আমুলিক বৈৰম্যের সাময়িক কারণ (Overall Causes of regional disparities in India) ভারতে আমুলিক বৈৰম্যের সাময়িক কারণ (Overall Causes of regional disparities in India) ভারতের আঞ্চলিক বৈষম্যের ক্ষেত্রে যে সমস্ত পরিস্থিতি বা প্রেক্ষাপট ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেগুলিরে প্রধান কারণরূপে আলোচনা করা হল- • ভৌগোলিক কারণ (Geographical reasons): ভারতের আঞ্চলিক বৈষম্যের বিষয়টিকে প্রাথমিকভাদে এখন তেভৌগোলিক পরিবেশ-পরিস্থিতির বেশকিছু অনুকুল এবং প্রতিকূল ক্ষেত্র মারা বিবেচনা করা হয়ে সুযোগসুবিধার নিরিখে ভারতের অধিকাংশ অঞ্চল সর্বদাই যথেষ্ট প্রতিকূলতাপূর্ণ। বিশেষ করে, দেশের দুর্গম পাহাড়ি বা পার্বত্য ভূভাগ, খরস্রোতা নদী ও ঘন অরণ্যে যেনা প্রতিকূল ভূখণ্ডগুলি থেকে সম্পদ সংগ্রহ যেমন অত্যন্ত কষ্টসাধ্য, তেমনই এখানে যে কোনগ ধরনের উন্নয়নমূলক প্রকল্পে প্রশাসনিক ব্যয়ের পরিমাণ অনেক বেশি। ভারতের বিভিন্ন খরাং কন্যা, ভূমিধস, ভূমিকম্পপ্রবণ দুর্যোগ কবলিত এলাকাগুলিতেও এই ধরনের অনুরূপ প্রভাব লক্ষ করা যায়। সেই কারণে, উত্তর-পূর্বের (হিমালয় পার্বত্য ভূমির। হিমাচল প্রদেশ, উত্তর কাশ্মীর উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ এবং মধ্যভাগের (মালভূমিময়) বিহার, মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল আর্থসামাজিক এমনকি পরিসেবাগত একাধিক দ…