বর্ষণ-তাপীয় চিত্র (Ombrothermic Chart)
বর্ষণ-তাপীয় চিত্র (Ombrothermic Chart) Ombrothermic Diagram হল এমন একধরনের ভিন্ন একক সমন্বিত বহুরেখাচিত্র (Polygraph having different unit) যার মাধ্যমে গড় মাসিক উয়তা ও বৃষ্টিপাতের (অন্তত 30 বছরের) পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বনে কোনো ভৌগোলিক এলাকার আর্দ্র ও শুষ্ক ঋতুর সময়কাল তুলে ধরা হয়। উৎপত্তিগত অর্থ: গ্রিক শব্দ 'Ombros' থেকে 'Ombro' শব্দটি এসেছে যার ব্যুৎপত্তিগত অর্থ বৃষ্টি বা বর্ষণ এবং এপর একটি গ্রিক শব্দ 'therm' থেকে ইংরেজিতে 'thermic' শব্দটি এসেছে যার অর্থ তাপসম্বন্ধীয় বা তাপীয়। এই দুই এদের সমন্বয়ে ইংরেজিতে 'Ombrothermic' শব্দটির উৎপত্তি হয়েছে যার বাংলায় প্রতিশব্দ হল বর্ষণ-তাপ সম্বন্ধীয়। উদ্ভাবক: রাষ্ট্রপুঞ্জের খাদ্য-কৃষি মন্ত্রালয় (FAO) কর্তৃক 1963 সালে প্রকাশিত 'Bioclimatic Map of the Mediterranean Zone' শীর্ষক একটি প্রতিবেদনে ভূমধ্যসাগরীয় অঞ্চলের শুষ্ক ও প্রায়-শুদ্ধ এলাকা চিহ্নিতকরণের উদ্দেশে Ketothermic Index গণনার জন্য এমবার্জার (Emberger), গসিয়ান (Gaussen), কাসাস (Kassas) এবং ডি-ফিলিপস (De-Philippis) এই …