ভূমধ্যসাগরীয় জলবায়ু (Mediterranean Climate)
ভূমধ্যসাগরীয় জলবায়ু (Mediterranean Climate) পৃথিবীর উভয় গোলার্ধে উয় নাতিশীতোয় মণ্ডলের অন্তর্গত মহাদেশগুলির পশ্চিমাংশে একপ্রকার উয় শুদ্ধ গ্রীষ্ম ও আর্দ্র শীত সম্পন্ন জলবায়ু লক্ষ করা যায়। এটি ভূমধ্যসাগরীয় জলবায়ু হিসেবে বিশেষ পরিচিত। পৃথিবীর বিভিন্ন অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ করা গেলেও ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে এই জলবায়ুর বিস্তার ও প্রভাব সর্বাধিক বলেই একে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এই অঞ্চলে মৃদু গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল এবং প্রায় সারাবছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে বলে একে Resort Climate of the World বা পৃথিবীর বিনোদন জলবায়ু বলা হয়। • ভৌগোলিক অবস্থান (Geographical Location) • অক্ষাংশগত অবস্থান ভূমধ্যসাগরীয় জলবায়ু উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্তে 30° থেকে 40° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে লক্ষ করা যায়। • দেশীয় অবস্থান এই জলবায়ু পৃথিবীতে পাঁচটি প্রধান অঞ্চলে লক্ষ করা যায়। যথা- (i) ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় এই জলবায়ুর প্রাধান্য বেশি। ইউরোপের অন্তর্গত পোর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জিগোভিনিয়া, যুগোস্লাভিয়া,…