আঞ্চলিকীকরণের গুরুত্ব (Importance of Regionalization)
আঞ্চলিকীকরণের গুরুত্ব (Importance of Regionalization) আঞ্চলিকীকরণের ভৌগোলিক প্রচেষ্টা বিভিন্ন কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন- • অঞ্চল সুসংহতকরণ (Integrating the region): যে-কোনো অঞ্চলকে সঠিকভাবে উপলব্ধি করতে গেলে প্রথমেই তার নির্দিষ্ট পরিসরভিত্তিক স্বতন্ত্র শ্রেণিবিভাগটিকে সর্বতোভাবে বুঝে উঠতে হয়। বিশেষ করে, অনঞ্চলের প্রতিটি উপাদানকে একটি নির্দিষ্ট তাত্ত্বিক কাঠামোয় উপস্থাপন করার একমাত্র বিধিসম্মত কৌশল হল আনঞ্চলিকীকরণ। এই প্রচেষ্টা অঞ্চল সুসংহতকরণে ভীষণভাবে সহায়তা করে। • অন্ঞ্চল বিশ্লেষণ (Region analysis): সাধারণভাবে ভূপৃষ্ঠের ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থানিক পরিসরকে অশ্বলরূপে স্বীকৃতি দিতে হলে তার যথাযথ বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে, আঞ্চলিকীকরণ হল এমন একটি প্রচেষ্টা যা বাস্তব, বিমূর্ত সমস্ত ধরনের দৈশিক একককে নির্দিষ্ট একটি বিন্যাসে সরলীকৃতভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে। যেমন-কোনও অঞ্চলকে যদি মৃত্তিকার গঠন প্রকৃতি অনুযায়ী শ্রেণিবিন্যাস করলে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন মাটির উৎপাদিকা শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। • সমীক্ষা (Survey): বর্তমানে প্রশাসনিক তথা ভৌগোলিক দৃষ্টিভঙ্…