উষ্ণ শৃদ্ধপ্রায় লোহিত এবং কালো মৃত্তিকা বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল(Hot semi-arid eco-region with red and black soils)

Alborigato
উষ্ণ শৃদ্ধপ্রায় লোহিত এবং কালো মৃত্তিকা বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল(Hot semi-arid eco-region with red and black soils)
উষ্ণ শৃদ্ধপ্রায় লোহিত এবং কালো মৃত্তিকা বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল(Hot semi-arid eco-region with red and black soils) • অবস্থান ও আয়তন: অঞ্চলটি দাক্ষিণাত্য (তেলেঙ্গানা। মালভূমি এবং অস্ত্রপ্রদেশের পূর্বঘাট পার্বত্য অঞ্চলের কিছু অংশ সমেত প্রায় 16-5 মিলিয়ন হেক্টর (ভারতের 5-2 শতাংশ। এলাকা জুড়ে বিস্তৃত। (1) অঞ্চলটিতে তীব্র এবং শুষ্ক গ্রীষ্ম এবং মৃদু শুদ্ধ শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (i) এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 600-1100 মিমি। (ii) PET-র মাত্রা এখানকার বার্ষিক চাহিদার 35-40 শতাংশ। (iii) এখানকার LGP বছরে 90-150 দিনের মধ্যে সীমাবদ্ধ।  মৃত্তিকা অঞ্চলটির মৃদু থেকে মাঝারি ঢালু অঞ্চলে লোহিত মৃত্তিকা (চুনহীন) ছাড়াও কার্পাস চাষের উপযোগী কালো এঁটেল জাতীয় (চুনযুক্ত) আর্দ্র মৃত্তিকা লক্ষ্য করা যায়। • ভূমির ব্যবহারগত দিক। এখানকার আর্দ্র ভূমিভাগগুলিতে কৃষিজ ফসল রূপে জোয়ার, তুলা, ধান, চীনাবাদাম এবং রেড়ি জাতীয় খারিফ ফসল চাষ করা হয়। এ ছাড়াও বর্ষা-পরবর্তী শুদ্ধ আবহাওয়ায় জোয়ার, সূর্যমুখী, কুসুম এবং তৈলবীজ জাতীয় রবিশসোর চাষ করা হয়। • উপবিভাগ অঞ্চলটির তিনটি উপ-অংশ হল-(a) উষ্ণ শুষ্ক প্রায় দক্ষিণ …

একটি মন্তব্য পোস্ট করুন