উষ্ণ আধা শুষ্ক মরু প্রকৃতির পলিমাটি বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot semi-arid eco-region with alluvium derived soils)
Alborigato
উষ্ণ আধা শুষ্ক মরু প্রকৃতির পলিমাটি বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot semi-arid eco-region with alluvium derived soils)
উষ্ণ আধা শুষ্ক মরু প্রকৃতির পলিমাটি বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot semi-arid eco-region with alluvium derived soils) • অবস্থান ও আয়তন: অঞ্চলটি উত্তর ও মধ্য গুজরাটের সমতল এবং মধ্য উচ্চভূমিকেন্দ্রিক প্রায় 32-3 মিলিয়ন হেক্টর (ভারতের প্রায় 9-৪ শতাংশ) এলাকা জুড়ে বিস্তৃত।। • কৃষি সহায়ক জলবায়ু (i) এখানে তীব্র শুদ্ধ গ্রীষ্ম এবং তীব্র শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (ii) অঞ্চলটিতে বার্ষিক 500-1000 মিমি বৃষ্টিপাত ঘটে থাকে, যার মাত্রা পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ বৃদ্ধি পায়। (iii) অঞ্চলটির PET বার্ষিক চাহিদার 35-42 শতাংশ পূরণ করে। (iv) LGP এখানে বছরে 90-150 দিন। • মৃত্তিকা অঞ্চলটিতে গভীর পলিযুক্ত দোআঁশ এবং মিশ্র লাল ও কালো এঁটেল মাটির প্রাধান্য রয়েছে। • ভূমি ব্যবহারগত দিক এখানকার বৃষ্টিনির্ভর প্রায় 65 শতাংশ অঞ্চল ঐতিহ্যগতভাবে সেচের আওতায় থাকায় খারিফ ও রবি (ধান, বাজরা, সয়াবিন, ভুট্টা, ডাল, বেরসীম, গম, সরিষা, আখ প্রভৃতি) উভয় ফসলই চাষ করা হয়ে থাকে। উত্তরের সমভূমিতে খরার প্রভাব কাটিয়ে তুলতে কৃষিক্ষেত্রগুলিতে টিউবওয়েলের সাহায্য নেওয়া হয়। • উপবিভাগ: অঞ্চলটির চারটি উপবিভাগ হল- (a) উত্তর পাঞ্জাব সমভূমি, গঙ্গ…