উন্ন শুদ্ধ মরুভূমি এবং লবণাক্ত মৃত্তিকা সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Desert and Saline Soils)
Alborigato
উন্ন শুদ্ধ মরুভূমি এবং লবণাক্ত মৃত্তিকা সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Desert and Saline Soils)
উন্ন শুদ্ধ মরুভূমি এবং লবণাক্ত মৃত্তিকা সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Desert and Saline Soils) • অবস্থান ও আয়তন অঞ্চলটি ভারতের পশ্চিম সমভূমির হরিয়ানা ও পাঞ্জাবের দক্ষিণ-পশ্চিম অংশ, রাজস্থান, কন্তু উপদ্বীপ এবং গুজরাটের উত্তর কাথিয়াওয়ার উপদ্বীপ নিয়ে প্রায়। 9.78% বা ভারতের সমগ্র ভৌগোলিক এলাকার 31-9 মিলিয়ন হেক্টর। জুড়ে অবস্থিত। • কৃষি সহায়ক জলবায়ু (1) অঞ্চলটিতে তীব্র গ্রীষ্ম এবং শুদ্ধশীতল শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (11) এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 মিমি-এর কম। (iii) এখানকার বার্ষিক PET চাহিদার মাত্র 15-20 শতাংশ, যা জলের ব্যাপক ঘাটতিকে নির্দেশ করে থাকে। (iv) বার্ষিক LGP এখানে 90 দিনের বেশি নয়।। • মৃত্তিকা অঞ্চলটিতে থর মরুক্ষেত্রের বালুকাময় মাটি রয়েছে।তবে, প্রকৃতিগত দিক থেকে এখানকার মাটি মাঝারি চুনযুক্ত (ক্ষারীয়)। তবে স্থানবিশেষে অঞ্চলটির মাটিতে ব্যাপক পরিমাণে লবণ স্তরের অস্তিত্ব রয়েছে। • ভূমির ব্যবহারগত দিক। এখানে স্বল্পকালীন বর্ষায় শুধুমাত্র একফসলি কৃষি ব্যবস্থা অনুসৃত হয়। এখানকার বেশিরভাগ ফসল (বাজরা, চারি, ডাল প্রভৃতি। লবণাক্ত নয় এমন এলাকাগুলিতে চাষ করা …