গ্রিনহাউস প্রভাব (Green House Effect)

Alborigato
গ্রিনহাউস প্রভাব (Green House Effect)
গ্রিনহাউস প্রভাব (Green House Effect) বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসের মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে এদের সম্মিলিত প্রভাবে চাঁদোয়ার (Canopy) মতো একটি গ্যাসীয় আবরণ সৃষ্টি হয়েছে। এই আবরণের প্রভাবে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গোর আলোকরশ্মি মহাশূন্যে ফিরে না-গিয়ে শোষিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই গ্রিনহাউস প্রভাব বলে। বিখ্যাত আবহবিদ ব্যারি (Barry) এবং চোরলে (Chorley)-র মত অনুযায়ী, ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণের ক্ষেত্রে বায়ুমন্ডলের স্বচ্ছধর্মিতার সাপেক্ষে, পার্থিব দীর্ঘ তরঙ্গোর অবলোহিত বিকিরণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের অস্বচ্ছধর্মিতাকে গ্রিনহাউস প্রভাব বলে।" প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাস ও তাদের উৎস (Major Green house gasses and their sources) বায়ুমন্ডলের যে সমস্ত গ্যাসের তাপ শোষণ ও সংরক্ষণের ক্ষমতা আছে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। কার্বন ডাইঅক্সাইড হল প্রধান গ্রিনহাউস গ্যাস। এ ছাড়া মিথেন, ওজোন, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্…

একটি মন্তব্য পোস্ট করুন